নাজিরপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নাজিরপুর থানা চত্তরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন। এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, ওসি তদন্ত হেলাল উদ্দিন, মাটি ভাঙ্গা তদন্ত কেন্দ্রের ইমদাদ হোসেন, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং জামাত-বিএনপির নেতৃবৃন্দ সহ
পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা নাজিরপুর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুকিত হাসান বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
What's Your Reaction?






