নাজিরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিল

নাজিরপুর (পিরোজপুর): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রি কলেজের হল রুমে এ কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিবিরের সভাপতি শেখ আবু হানিফ, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. সাকিবুল ইসলাম বাবু।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা সাবেক আমীর অধ্যাপক মজিবুর রহমান, মাস্টার আকরাম হোসেন খান, জেলা শিবিরের অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা সাবেক শিবির সভাপতি মো. আনিচুর রহমান, মো. মিজানুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের শিক্ষা সমাজের প্রতিটি স্তরে প্রয়োগ করা গেলে বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ও সচিবালয়সহ সর্বক্ষেত্রে কুরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
What's Your Reaction?






