নাজিরপুরে জনতার হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

আল-আমিন হোসাইন,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
Feb 22, 2025 - 17:24
 0  5
নাজিরপুরে জনতার হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

পিরোজপুরের নাজিরপুরে ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, অনলাইনে অ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন আটক সাইফুল ইসলাম। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লাখ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসেন।

সেখান থেকে তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যান সাইফুল। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা সাইফুলকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় বাকি তিনজন পালিয়ে যান।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow