নাজিরপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতের অফিস কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মোসলেহ উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক তাফজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি আইনজীবী ও ঢাকাস্থ নাজিরপুর ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, সাবেক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুজ্জামান (চুন্নু), ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ, ঢাকাস্থ মো. রেজাউল করিম সিকদার, মো. মিরাজ হাওলাদার, মো. মানিক ডাকুয়া প্রমুখ।
What's Your Reaction?






