নাজিরপুরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে সুধীজন ও দলের কর্মীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়ন শাখার আয়োজনে খেজুরতলা বাজার জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেউদ্দিন, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শেখ বাদশা এবং ইউনিয়ন তথ্য ও পরিকল্পনা সম্পাদক মো. আল-আমিন হোসাইন। সভাপতিত্ব করেন শেখ মাটিয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রহমান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা কাজী জাকির হোসেন। এছাড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাকিবুল ইসলাম বাবুসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর উপস্থিত নেতাকর্মী ও অতিথিরা একসঙ্গে ইফতার করেন।
What's Your Reaction?






