নাজিরপুরে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 30, 2025 - 19:27
 0  3
নাজিরপুরে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের মতো এবারও পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের "ফ্রেন্ডস ক্লাব" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তিন শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। রবিবার (৩০ মার্চ) সকালে ৯৩ নং উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০২৩ সালে কয়েকজন বন্ধুর উদ্যোগে "ফ্রেন্ডস ক্লাব" নামে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়। এটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে।

উপহারের মধ্যে ছিল পোলাউয়ের চাল ১ কেজি, চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, সাধারণ সেমাই ১ প্যাকেট, নুডুলস (ফ্যামিলি প্যাক) ১ প্যাকেট, গুঁড়ো দুধ ১০০ গ্রাম, কিসমিস ৫০ গ্রাম এবং গরম মসলা।

ফ্রেন্ডস ক্লাব শুধু ঈদ উপহার বিতরণ নয়, সমাজের নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করা, বিভিন্ন স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অনলাইনভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।

সংগঠনের সভাপতি জোবায়ের শেখ বলেন, "ফ্রেন্ডস ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আত্মসামাজিক উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখব। শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা ক্রীড়াক্ষেত্রেও কার্যক্রম চালিয়ে যাব।"

সংগঠনের সদস্য সচিব সোহেল রানা বলেন, "সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই তরুণদের সহযোগিতায় মানবতার সেবায় কাজ করছে। এবার নিয়ে আমরা তৃতীয়বারের মতো ঈদ উপহার বিতরণ করলাম। আমাদের এই মহৎ উদ্যোগে যারা দেশ ও প্রবাস থেকে আর্থিক, শারীরিক ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।"

সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন (তরুণ) বলেন, "সংগঠনটি গড়ে তোলা হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রদল নেতা মো. মিজানুর রহমান শরীফ, ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক জোবায়ের শেখ, সদস্য সচিব সোহেল রানা এবং সাবেক চেয়ারম্যান মুন্সি মো. মোশরাক আলী। এছাড়াও বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, উদ্যোক্তা, শিক্ষার্থী, উদ্যমী তরুণ ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow