নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও মন্দির ভাংচুর, আহত ১৩, গ্রেফতার ৩

পিরোজপুরের নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় মন্দির ও দোকান ভাংচুর সহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছেন। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সামন্তগাতি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের মশিউর শেখের ছেলে ছাব্বির শেখ (২৩), একই গ্রামের জামান শেখের ছেলে মুস্তাকিন সেখ (২০) এবং মোতালেব শেখের ছেলে নয়ন শেখ (২০)।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী রেবতী গাইন বাদী হয়ে ১৪ জনকে নামীয় ও ৬ জনকে অজ্ঞাত করে ২০ জনের নামে গত শনিবার থানায় মামলা দায়ের করেছেন। আর এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী সকালে অভিযোগকারীর দোকানের সামনে বসে মোবাইল দেখাকালে স্থানীয় চর ডাকাতিয়া গ্রামের শাহজাহানের ছেলে রনি (২২) স্থানীয় অমল কান্তি গাইনের হাটুতে গরম চা ফেলে। এ নিয়ে তখন হাতাহাতি হয়। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে ওই রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে রেবতী গাইনের দোকানে হামলা ও ভাংচুর চালায়। এ সময় হামলাকারীরা স্থানীয় পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা মন্দির ভাংচুর করে।
স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম হেকমত জানান, হামলার নেতৃত্বে থাকা ও মোতালেবের ছেলে নয়ন শেখ ছাত্রলীগের কর্মী। এর আগে ওই এলাকায় নয়ন রাতের আধারে গুচ্ছ গ্রামে ঘরের তালা দিয়েছিল।
What's Your Reaction?






