নাজিরপুরে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ দেওয়ার অপরাধে কৃষকের জরিমানা

আল-আমিন হোসাইন,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি
Feb 3, 2025 - 18:36
Feb 3, 2025 - 18:37
 0  7
নাজিরপুরে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ দেওয়ার অপরাধে কৃষকের জরিমানা

পিরোজপুরের নাজিরপুরে ধান ক্ষেতে অবৈধ ভাবে বৈদ্যুতিক লাইন দিয়ে ইঁদুর মারার ফাঁদ তৈরী করার অপরাধে মো. মাহাবুব নামের এক কৃষককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

রবিবার (০২ ফেব্রুয়ারী) রাত ১১ টারদিকে উপজেলার ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। মো: মাহাবুব ওই ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের মো. হালিম মোল্লার পুত্র। তিনি স্থানীয় রেজাউল মোল্লার ব্যবহৃত মিটার থেকে বৈদ্যুতিক লাইন টেনে ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য গুনা দিয়ে ফাঁদ তৈরী করে ধান ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেয়। এ অভিযোগে উপজেলা প্রশাসন তাকে জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, কৃষি জমিতে বিদ্যুতের লাইন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এই অবৈধ লাইন দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। গত রবিবার রাতে কৃষক মাহাবুবকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছি এবং সংযোগ মিটারটি অনিদৃষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে। আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে বলেছি মাইকিং করে শতর্ক করার জন্য।

উল্লেখ্য নাজিরপুর উপজেলায় গত জানুয়ারী মাসে অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই কৃষকের মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow