নাজিরপুরে নিয়ম না মেনে সরকারি গাছ কাটলেন সাবেক ছাত্রলীগ নেতা

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 22, 2025 - 17:45
 0  2
নাজিরপুরে নিয়ম না মেনে সরকারি গাছ কাটলেন সাবেক ছাত্রলীগ নেতা

পিরোজপুরের নাজিরপুরে নিয়ম না মেনে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা স্কেন্দার সরদারের (৫৫) বিরুদ্ধে। তিনি উপজেলার বাবুরহাট গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে। একসময় তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তবে বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বলে দাবি করেন।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার বাবুরহাট বাজারে সরকারি গাছ কাটা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশের সহায়তায় গাছটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুরহাট বাজারে কিছু লোক গাছ কাটতে থাকলে স্থানীয়রা বাধা দেন। তবে বাজার কমিটি বা স্থানীয় বাসিন্দারা আগে থেকে এ বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি তহশিলদার ঘটনাস্থলে গিয়ে গাছটি উদ্ধার করে বাজার কমিটির জিম্মায় রাখে।

এ বিষয়ে স্থানীয় প্রবীণ ব্যক্তি আসশাফ ব্যাপারী ও নাজিরপুর থানার এসআই পারভেজ জানান, এক স'মিল ব্যবসায়ী ওই গাছটি নিজের বলে দাবি করেন এবং কাটতে থাকেন। পরে জানা যায়, তিনি স্কেন্দার সরদার।

সংবাদকর্মীরা স্কেন্দারের বক্তব্য নিতে গেলে তিনি বাজার কমিটিসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নাম উল্লেখ করেন এবং দাবি করেন, কিছুদিন আগে বাজার কমিটি তাদের অফিসের জন্য গাছটি চেয়েছিল, তাই তিনি সেটি দিয়েছেন। তবে গাছ কাটার ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেন।

এদিকে, বাজার কমিটি প্রথমে গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বলে জানায়। তবে স্কেন্দারের বক্তব্যের পর বাজার কমিটির সভাপতি গাউছুল হক বলেন, "স্কেন্দারের দেওয়া তথ্য সঠিক নয়। এটি মিথ্যা ও ভিত্তিহীন। তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে বিএনপিতে যোগ দিয়েছেন কিনা, সে বিষয়ে আমার জানা নেই।"

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা অভিযোগ করেন, স্কেন্দার সরদার দৈনিক কালের কণ্ঠ ও এনটিভি-র মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিকদের হুমকি দেন।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow