নাজিরপুরে ভিজিএফ চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 20, 2025 - 14:20
 0  3
নাজিরপুরে ভিজিএফ চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের মৎস্যজীবীদের জন্য সরকারি সহায়তা (ভিজিএফ কার্ড) হিসেবে বরাদ্দ চাল বিতরণের সময় প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ. এম. রফিকুল আলম বাবুল, দুই ইউপি সদস্য এবং স্থানীয় গ্রাম পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৩৩৬ জন মৎস্যজীবী কার্ডধারীর কাছ থেকে চেয়ারম্যানের নির্দেশে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাঞ্চন বিশ্বাস এবং গ্রাম পুলিশ মো. হাসান খলিফা টাকা আদায় করেছেন। এ কাজে সহায়তা করেছেন স্থানীয় বাসিন্দা কবির হোসেন।

গত মঙ্গলবার (১৮ মার্চ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের সময় এসব টাকা নেওয়া হয়। তবে পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে চেয়ারম্যানের নির্দেশে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে ইউপি সদস্য মোস্তফা মোল্লা বলেন, "আমি টাকা তোলার বিষয়ে কিছুই জানি না।"

অন্যদিকে, চেয়ারম্যান এফ. এম. রফিকুল আলম বাবুল অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি বা আমার কোনো মেম্বার টাকা তোলার নির্দেশ দিইনি। স্থানীয় একজন টাকা তুলছিল, যা আমি পরে জানতে পারি। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই আদায়কৃত টাকা ফেরত দিয়েছি।"

নাজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, "মৎস্যজীবী কার্ডধারীদের দুই মাসে ৮০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এখানে কোনো ধরনের অর্থ নেওয়ার নিয়ম নেই। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম যে টাকা নেওয়া হয়েছে, এটি সম্পূর্ণ অনিয়ম।"

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow