নাজিরপুরে মাসুদ সাঈদীর গণসংযোগ

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 22, 2025 - 14:50
 0  7
নাজিরপুরে মাসুদ সাঈদীর গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ এপ্রিল) পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাঁদকাঠি, গাওখালী ও বৈঠাকাটা বাজার এলাকায় গণসংযোগ করেছেন দলটির পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী।

১১ এপ্রিল শুরু হওয়া এ কর্মসূচির আওতায় দাওয়াত, পরিচিতি ও সহযোগী সদস্য ফরম পূরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত গণসংযোগে মাসুদ সাঈদীর সঙ্গে ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা শিবির সভাপতি শেখ মো. আবু হানিফ, কলারদোয়ানিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মো. মোস্তফা কামাল ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, দীর্ঘা ইউনিয়নের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সেক্রেটারি ইকবাল মাহমুদ এবং দেউলবারী ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল কাইউম প্রমুখ।

গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow