নাজিরপুরে শামছুল উলূম ইসলামিয়া মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল শামছুল উলূম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ ফেব্রুয়ারী) ২দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল মাদ্রাসা সংলগ্ন মাঠ অনুষ্ঠিত হয়েছে।
মুফতী আবুল বাশার ও মুফতী মুশতাক আহাম্মাদের সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার মুহতামীম হাফেজ ইসরাফিল সাদেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে প্রথম দিন মূল্যবান আলোচনা পেশ করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী আব্দুস সালাম বিন আখতার, বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মুফতী ওমর ফারুক, হাফেজ মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈফী এবং দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা আবুল বাশার পিরোজপুরী, হাফেজ মাওলানা মুফতী আব্দুল হামিদ ফিরোজী, মাওলানা শিহাব উদ্দিন আনছারী প্রমূখ। এছাড়া আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ উপাস্থিত থাকিয়া ওয়াজ ও নছিহত করেন।
What's Your Reaction?






