নাজিরপুরে শিক্ষক ঐক্যজোটের আলোচনা ও ইফতার মাহফিল

পিরোজপুরের নাজিরপুরে নবগঠিত স্কুল, মাদ্রাসা ও কলেজ কমিটির সদস্য, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম লাহেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথি বলেন, “বিএনপি সরকার গঠন করলে সবার আগে শিক্ষকদের জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখুন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী প্রমুখ।
এতে নবগঠিত কমিটির সদস্য, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






