নাজিরপুরে শ্রমিকদের সাথে জামায়াত নেত্রীবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার খেজুরতলা বাজার জামে মসজিদে শ্রমিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামির নেত্রীবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আবদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা কাজী জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি ও ঢাকাস্থ নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা।, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা মোস্তাবশির রহমান, মাওলানা আল-আমিন হোসাইন, হাফেজ ওমর ফারুক প্রমুখ।
এ সময় মতবিনিময় ও আলোচনা সভায় শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় ও আলোচনা সভা শেষে ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আবদুর রহমান দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন।
What's Your Reaction?