নাজিরপুরে সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সদর বাজারে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আল-আমিন খান, এবং সঞ্চালনা করেন মো. রিয়াজুদ্দিন হাওলাদার। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাচান খান, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ তাওহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল-আমিন হোসাইন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তারেক আব্দুল্লাহ বাপ্পী, বাজার কমিটির সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. খোকন খান, দপ্তর সম্পাদক মাহাতাফ হাওলাদার, সম্মানিত সদস্য মো. ইলিয়াস শেখ ও মো. ওমর খান প্রমুখ।
What's Your Reaction?






