নাজিরপুরে সাংবাদিকের ছেলেসহ দুই শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি

পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলে উৎসব মন্ডল (১৫) ও বাবুল সেখের ছেলে সাজ্জাদ সেখ (১৮) অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা মুক্তিপণ আদায় করে তাদের ছেড়ে দেয়।
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। উৎসব মন্ডল সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সাজ্জাদ সেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয়ের ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী।
সাংবাদিক উথান মন্ডল জানান, তার ছেলে ও সাজ্জাদ মোটরসাইকেলে পিরোজপুর যাওয়ার পথে চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। এরপর দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার একটি ঘেরে আটকে রেখে পরিবারের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে। পরে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করা হয়।
ভুক্তভোগীরা জানান, অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে নাম ধরে ডাকতে শুনেছেন। অভিযুক্তরা হলেন—মধ্য জয়পুর গ্রামের আনিস শেখের ছেলে রাসেল শেখ (৩৫), মারুফ মল্লিকের ছেলে ফয়সাল মল্লিক (২৮) এবং দেলোয়ার শেখের ছেলে নাঈম শেখ (৩০)। এলাকাবাসীর অভিযোগ, এই চক্র দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোর রাতে অপহৃতদের উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে আরও তথ্য গোপন রাখা হচ্ছে বলে জানান তিনি।
What's Your Reaction?






