নাজিরপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত নেত্রীবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের বাইনকাঠী তারাবুনিয়া গ্রামের প্রদীপ হালদারের বাড়ীতে হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াত নেত্রীবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় বাবু ননী গোপাল মিস্তীর
সভাপতিত্বে ও প্রফেসর প্রদীপ হালদারের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি ও নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ মোল্লা, বাবু রমেশ বড়াল, নারায়ণ চন্দ্র হালদার, নিখিল চন্দ্র হালদার, উপজেলা জামাতের সমাজকল্যাণ বিভাগ সম্পাদক মো. আনিছুর রহমান মল্লিক ও নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মওলানা আবুল হোসেন প্রমুখ।
এ মতবিনিময় ও আলোচনা সভায় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?