নানা আয়োজনে পিরোজপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে পিরোজপুরে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) সকাল ৮টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
জেলা প্রশাসকের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
শোভাযাত্রায় অংশ নেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ঘোষণা করেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ মেলায় রয়েছে নাগরদোলা, টয়ট্রেন, রাইডস, লটারি ও লাকি কুপনসহ নানা বিনোদন। পাশাপাশি মেলায় শতাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, যেমন—হাতপাখা, মাটির খেলনা, হস্তশিল্প ও নানান ধরনের দেশীয় সামগ্রী।
এবারের বর্ষবরণ উৎসব ঘিরে পিরোজপুর জেলাজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
What's Your Reaction?






