নানা আয়োজনে ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের মৃত্যুবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 14, 2025 - 13:53
 0  2
নানা আয়োজনে ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের মৃত্যুবার্ষিকী পালন

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসীম উদদীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহরের অম্বিকাপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, কবিপুত্র খুরশিদ আনোয়ার প্রমুখ।

বক্তারা কবির সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে তার গল্প, কবিতা ও উপন্যাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরে কবির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পল্লীকবি জসীম উদদীন ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে তার অবদান অনস্বীকার্য। কবর কবিতাসহ নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট বাংলা সাহিত্যের গীতিময় কবিতার অন্যতম অনন্য নিদর্শন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow