নানা আয়োজনে মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 14, 2025 - 11:45
 0  4
নানা আয়োজনে মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

মুন্সিগঞ্জে নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুস জান্নাত। মেলায় গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে ১৪টি স্টল বসানো হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক নিজে। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রায় ছিল ঢাক-ঢোল, মুখোশ, এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রতীকী উপস্থাপনাগুলো।

শোভাযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজন করা হয় পান্তা-ইলিশের। সেখানে জেলার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

পহেলা বৈশাখকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো অনুষ্ঠানস্থল ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায়। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow