নান্দাইলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মাননবন্ধন

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Feb 22, 2025 - 19:56
 0  10
নান্দাইলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মাননবন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট এর অন্যত্র বদলি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স চত্বরে এ দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সেবাগ্রহিতাগণ। নান্দাইল স্বাস্থ্য সহকারী ইনচার্জ সাদেক কামাল আকন্দের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা কমপ্লেক্স হলরুমে ডা. দিবাকর ভাট এর সকল উন্নয়ন কর্মকান্ড তথা সফলতা তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. শান্তা ত্রিবেদি, ডা. কামরুজ্জামান, স্যানেটরি ইন্সপেক্টর মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম টিপু,সিনিয়র স্টাফ নার্স তাসলিমা আক্তার, সিএচসিপি জাহাঙ্গীর আলম, স্বাস্থ্যসহকারী নান্দাইলে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, সাংবাদিক এ হান্নান আল আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে মানববন্ধনে বক্তারা জানান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. দিবাকর ভাট নান্দাইলে যোগদানের ৮ মাসের মধ্যে এইচপিভি (ঐচঠ) টিকাদানে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন, হাসপাতালের দালাল দৌড়াত্ব্য নির্মূল, রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের ভাড়া কমিয়ে ৯৫০ টাকা নির্ধারন সহ স্বাস্থ্য সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন, যা খুবই প্রশংসনীয়। অতপর অজ্ঞাত কারনে ডা. দিবাকর ভাটকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তাই তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীনকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্ঠা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow