নান্দাইলে একজন এটিইও দ্বারা চলছে ১৭৮টি সরকারী প্রা: বিদ্যালয়

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি
Feb 9, 2025 - 19:41
 0  4
নান্দাইলে একজন এটিইও দ্বারা চলছে ১৭৮টি সরকারী প্রা: বিদ্যালয়

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র একজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) দ্বারা চলছে ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন যাবত চরম জনবল সংকটের কারণে ভেঙ্গে পড়ছে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত। যার ফলে শিক্ষা স্তরের মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জানাগেছে,নান্দাইলে ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও শতাধিক বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর বিপরীতে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ৮ সহকারী শিক্ষা কর্মকর্তা সহ ১৫ পদের ৮টি পদই রয়েছে শূন্য। এর মধ্যে প্রায় ৩ সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ছুটিতে রয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা: ফজিলাতুনেন্নছা। মাত্র একজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাফিজল ইসলাম তিনি মৌখিকভাবে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন। এছাড়া একজন হিসাব সহকারী ও একজন অফিস সহায়ক সহ ৪ জন দিয়ে চলছে অত্র শিক্ষা দপ্তরসহ মাঠ পর্যায়ের শিক্ষা কার্যক্রম। নিয়মিতভাবে এসব বিদ্যালয় পরিদর্শন না করায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই পরিচালনা কমিটি। অত্র উপজেলা শিক্ষা দপ্তরে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ৮ জন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, একজন উচ্চমান সহকারী, তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, একজন হিসাব সহকারী এবং একজন অফিস সহায়কসহ মোট ১৫টি পদ রয়েছে। কিন্তু এই শিক্ষা অফিসের জনবল কাঠামো যেন শুধুই কাগজে-কলমে। ৬টি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসাবে দায়িত্বপালনকারী সহকারী শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম বেশিরভাগ সময় অফিশিয়াল কাজকর্মে ব্যস্ত থাকায় বিদ্যালয় পরিদর্শন, ক্লাস্টার, সাব ক্লাস্টার কার্যক্রম ও সরকারের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে।  ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থী সহ নান্দাইলবাসী। এ বিষয়ে নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাফিজুল ইসলাম বলেন, শিক্ষা অফিসার সহ ৮ জন কর্মকর্তার দাপ্তরিক কাজ তাকে একাই সামাল দিতে হচ্ছে। গত কয়েদিন পূর্বে দুজন সহকারী শিক্ষা অফিসার এখানে যোগদানের অর্ডার হয়েছে। ইতিমধ্যে একজন যোগদান করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছি। ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান বলেন, জনবল সংকটের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়েছি। আশা করি উর্ধ্বতন কর্তৃপক্ষ এর ব্যবস্থা গ্রহন করবেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow