নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৪

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি
Feb 4, 2025 - 23:57
 0  9
নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৪

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। এছাড়া ইজিবাইক চালক সহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঢাকা মেট্টো- (ব) ১৪-৫৬০০ শ্যামল ছায়া বাস জব্দ করা হলেও বাস চালক সুকৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপর ১২ টার সময় ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার দশালিয়া জোরদীঘিরপাড় নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। জানাগেছে, নিহত সুমন মিয়া (২৫) নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ চন্ডিপাশা গ্রামের মো. শহিদ মিয়ার পুত্র। সুমন মিয়া একজন পিকআপ চালক, সে তাঁর পিকআপের জিনিসপত্র আনতে গিয়ে নান্দাইল চৌরাস্তা থেকে ইজিবাইকযোগে আসার পথে বিপরীতমুখী বাসের সংঘর্ষে এ দূর্ঘটনার শিকার হন। এছাড়া আহতরা হচ্ছেন- নান্দাইল উপজেলার আচারগাঁও নাখিরাজ গ্রামের মৃত আহম্মদ হোসেনর পুত্র জয়নাল আবেদীন(৬৫), চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মৃত হামিদ ব্যাপারী পুত্র মোকসেদ আলী (৫৮), ঘোষপালা গ্রামের অটোচালক সাদেকুর রহমান (৫৭) ও বারুইগ্রামের সোলেমান মিয়া (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামল ছায়া বাসের চালক ব্যাপরোয়া গাড়ী চালানোর কারনেই এ দূর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow