নান্দাইলে বিএনপির আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল॥ ধাওয়া পাল্টা-ধাওয়া, আটক-১

শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Feb 17, 2025 - 01:10
 0  27
নান্দাইলে বিএনপির আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল॥ ধাওয়া পাল্টা-ধাওয়া, আটক-১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সমর্থিত নেতাকর্মীরা রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ময়মনসিংহ টু কিশোরগঞ্জের চামটা বাজার নামক স্থানে আনন্দ মিছিল করার প্রস্তুতি নেয়। অপর দিকে প্রতিবাদ মিছিলের জন্য পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা কানুরামপুর বাজারে অবস্থানে ছিল। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় কানুরামপুর বাজার পশ্চিমপাশর্^ থেকে আহব্বায়ক কমিটির একটি আনন্দ মিছিল চামটা বাজারের দিকে আসতে থাকলে পূর্ব থেকে অবস্থান নেওয়া পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ৩টি মোটর সাইকেল ভাংচুর সহ ইটপাটকেল ছুরাছুরি হয়। তাৎক্ষনিক খবর পেয়ে যৌথবাহিনীর পেট্রোল টিম ও নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে চামটা বাজার নামক স্থানে অবস্থানকারী আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সমর্থকরা ৫টায় আনন্দ মিছিল বের করে মাজার বাসস্ট্যান্ড হয়ে মোয়াজ্জেমপুর সাহেব বাড়ির দিকে চলে যায়। এরই মধ্যে যৌথবাহিনী মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে রাম দা সহ আশরাফ আলী (২২) নামে এক যুবককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, মোয়াজ্জেমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর পেট্টোল টিম কাজ করছিল। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow