নান্দাইলে সুলভ মূল্যের হাট উদ্বোধন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
Mar 12, 2025 - 12:58
 0  3
নান্দাইলে সুলভ মূল্যের হাট উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে সীমিত আয়ের মানুষের জন্য নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের হাটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ বাজার দরের তুলনায় কম মূল্যে বিক্রির লক্ষ্যে এ হাট চালু করা হয়েছে। হাটে পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, চিনি, ডাল ও মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, "পবিত্র মাহে রমজান উপলক্ষে সীমিত আয়ের মানুষের সুবিধার্থে এ সুলভ মূল্যের হাট চালু করা হয়েছে। আশা করছি, রমজান মাসজুড়ে এটি চলমান থাকবে, যাতে সাধারণ মানুষ সহজে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow