"নারী ও শিশু ধর্ষকদের দ্রুত বিচার চাই" – মানববন্ধনে শিক্ষক নেতারা

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 12, 2025 - 12:39
 0  9
"নারী ও শিশু ধর্ষকদের দ্রুত বিচার চাই" – মানববন্ধনে শিক্ষক নেতারা

নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের মধুখালী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকাল সাড়ে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটে এ কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার ও প্রাথমিক শিক্ষক সমিতি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোলায়মান মোল্যা এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সাইফুজ্জামান শিমুল।

নারী ও শিশু ধর্ষণের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোলায়মান মোল্যা, সহকারী শিক্ষক মো. সাইফুজ্জামান শিমুল, মো. রবিউল আওয়াল, মো. খায়রুজ্জামান মিয়া, মো. শাখাওয়াত হোসেন, মো. রোকনুজ্জামান রোকন, রিফাত জাহান, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা রানী বিশ্বাস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নুরন্নবী মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তারিকুল ইসলাম এনামুলসহ অন্যান্যরা।

এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow