নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টিআইবি ও সনাকের মানববন্ধন

নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে এবং নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিও জানানো হয়।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে কন্যাশিশুরা ভোগ্যপণ্য হিসেবে বিবেচিত হচ্ছে, যা ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। ন্যায়বিচারের অভাব ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নারী ও শিশু নির্যাতনের মাত্রা বাড়িয়ে তুলছে।
বক্তারা আরও বলেন, আইনের যথাযথ প্রয়োগের অভাব এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তাই দ্রুত স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই সমস্যা মোকাবিলা করা জরুরি। এছাড়া, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় অপরাধীদের আইনি সহায়তা না দেওয়ার আহ্বান জানানো হয়, যেন তারা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে না যায়।
সনাকের সদস্য খালিদ আবু এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—সনাকের সহ-সভাপতি খায়রুন্নাহার রুবি, সদস্য এডভোকেট শহীদুল্লাহ খান, অধ্যাপক শাহ আলম শেখ, মহিউদ্দিন আকন, ফিরোজ খান, ইয়েস সদস্য পূজা সরকার, আফরোজা তুলি, প্রসেনজিৎ এবং ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক উর্মি ভাদুরী প্রমুখ।
What's Your Reaction?






