নারী কমিশন বাতিলের দাবিতে সালথায় জামায়াত-খেলাফতের বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল, কমিশন বিলুপ্তি, ভারতে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ওয়াকফ আইন বাতিলের দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে তৌহিদী জনতার ব্যানারে জামায়াতে ইসলামি, বাংলাদেশ খেলাফত মজলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সালথা সদর উপজেলা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা শাহ আকরাম আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতে ইসলামির সালথা উপজেলা সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মুফতি মফিজুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মো. জিয়াউর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম, ইমাম ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মাওলানা নেছারুদ্দীন এবং ইউসুফ দিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সায়েম মোল্যা।
বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কড়া সমালোচনা করে তা অবিলম্বে বাতিলের আহ্বান জানান। পাশাপাশি, ভারতে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত এবং ওয়াকফ আইন বাতিলের দাবিও উত্থাপন করেন।
মাওলানা শাহ আকরাম আলী তাঁর বক্তব্যে বলেন, “হকপন্থিদের বারবার পরীক্ষা হয়েছে। ইসলামের ইতিহাসে জুলুম-নির্যাতন নতুন নয়। ইংরেজরা যেমন পালিয়েছে, তেমনি ইসলামের বিরোধীরাও একদিন পালাতে বাধ্য হবে। মুসলমানরা আর ঘুমিয়ে নেই।”
তিনি আগামী ৩ মে ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
What's Your Reaction?






