নারী গৃহ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা,তাদের দ্ক্ষতার উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষে কর্মশালা

ঢাকার সাভারে নারী গৃহ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, তাদের দ্ক্ষতার উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষে গৃহশ্রমিকদের নেটওর্য়াক একতা নারী ফোরামের সদস্যদের জন্য আয়োজিত দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) তাদের সাভারস্থ প্রকল্প অফিসে এ কর্মশালার আয়োজন করেছে।আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) ছিল প্রশিক্ষন কর্মশালার শেষ দিন।
নারী গৃহশ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ সম্পর্কে গৃহশ্রমিকদের অবহিত করা এবং এই নীতিমালাকে আইনে পরিনত করার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।উল্লেখ যে বিএনএসকে দীর্ঘদিন যাবত এই নীতিমালাকে আইনে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে। তাছাড়া নারী গৃহশ্রমিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে তাদেরকে অধিকার সচেতন করতে কাজ করছে বিএনএসকে।
নারী গৃহশ্রমিকরা যাতে নির্যাতিত না হয়, মানুষ হিসেবে তাদের মানবাধিকার যেন লঙ্গিত না হয় সেজন্য একতা নারী ফোরামের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অধিকার সচেতন ও দক্ষ করে তোলা হচ্ছে যাতে তারা নিজেরাই তাদের অধিকারের কথাগুলি বলতে পারে।
কর্মশালায় বিএনএসকে'র নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম'র পরিচালনায় প্রশিক্ষক ছিলেন বিএনএসকে'র পক্ষে মোসাঃ মনোয়ারা,শাহনাজ পারভীন, চিত্রা সাহা ও অপু ভৌমিক।
মোট ৩০ জন নারী গৃহশ্রমিক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






