নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Apr 20, 2025 - 21:00
 0  2
নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল ‌ হেলেনা আক্তার কে (৪৫) কে আটক করে ‌পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রবিবার  দুপুরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করছিলেন হেলেনা আক্তার।
এছাড়া ‌হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। 
পরে বিষয়টি জানতে পেরে রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্থানীয়রা হেলেনা আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ কান্তি বিশ্বাস জানান, হাসপাতালের কর্মচারী না হয়েও দীর্ঘদিন যাবত হাসপাতালে আসা রোগীদের সাথে প্রতারণা করছিল হেলেনা আক্তার।
এমন অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারীকে সোপর্দ করে তারা। এ ঘটনায় হেলেনা আক্তারের বিরুদ্ধে কোতয়ালী থানায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদি হয়ে লিখিত অভিযোগ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow