নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের মানববন্ধন

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
Mar 10, 2025 - 15:41
 0  4
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের মানববন্ধন

নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ (অনার্স শাখা) বাইতুল আমানে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা বারোটায় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ কর্মসূচি আয়োজন করা হয়। দেশব্যাপী নারীদের ওপর যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সহ-সভাপতি মো. আমানুল্লাহ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিম হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ ফয়সাল নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, যা অত্যন্ত ভয়াবহ। বক্তারা মাগুরায় ৮ বছরের এক কিশোরীকে নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী ও বোনদের নিরাপত্তায় রাজপথে থাকবে। তারা অভিযোগ করেন যে, বর্তমান সরকার ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে প্রশ্রয় দিচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow