নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে কিশোরীগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন

জয়ন্ত রয়, নিলফামারী জেলার প্রতিনিধি
Mar 11, 2025 - 12:36
 0  4
নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে কিশোরীগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন

দেশব্যাপী নারীদের প্রতি অব্যাহত ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হয়রানি, সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরীগঞ্জ সরকারি কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজ ছাত্রদলের উদ্যোগে কিশোরীগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক রাধ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সাগর এবং কিশোরীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুবেল ও সদস্য সচিব সোহেল রানা প্রামাণিক রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ধর্ষণ, অনলাইনে হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অপরাধীদের যথাযথ শাস্তি না হওয়ার কারণে তারা বারবার একই অপরাধ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করছি।

নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় কিশোরীগঞ্জ সরকারি কলেজেও এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারের উচিত দ্রুত কঠোর আইন প্রয়োগ করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এই মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে, কোনো নারী বা শিশু সহিংসতার শিকার হবে না এবং অপরাধীরা বিনা বিচারে পার পাবে না।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেন এবং প্রশাসনকে নারীদের প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow