নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে ইসলামী বিধানের পরিপন্থী ও কুরআন বিরোধী আখ্যা দিয়ে কমিশনটি বাতিলের দাবিতে সাভারে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে নেতাকর্মীরা ৫ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে বক্তারা বলেন, গত শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন সংস্কারের সুপারিশ রয়েছে। এ ধরনের সুপারিশ কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক ও জনগণের বিশ্বাসের পরিপন্থী। তারা অবিলম্বে কমিশন বাতিলসহ সব সুপারিশ প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, যদি আগামী ৩ মে’র মধ্যে এই দাবি মানা না হয়, তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
হেফাজতের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— শাপলা চত্বরসহ সকল গণহত্যার দ্রুত বিচার, নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ পরিহার করে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে থাকা ধর্মবিরোধী সুপারিশ বাতিল, ভারতের ওয়াকফ আইন সংশোধন বাতিল ও সেখানকার মুসলিম নির্যাতন বন্ধ।
এছাড়া, ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরাম। সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী। প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সদস্য ও জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাওছার হোসাইন ও নাজমুল হাসান বিন নূরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব এবং দপ্তর সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গুলজার প্রমুখ।
What's Your Reaction?






