নারীদের পোশাক নিয়ে উত্ত্যক্ত, যুবক আটক

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
Mar 11, 2025 - 12:26
 0  9
নারীদের পোশাক নিয়ে উত্ত্যক্ত, যুবক আটক

সাভারের বিভিন্ন স্থানে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর সাভার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটককৃত যুবক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ভরতকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ঢাকা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। ভিডিওতে দেখা যায়, খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারণ করে প্রকাশ্যে নারীদের হিজাব পরার বিষয়ে আপত্তিকর মন্তব্য করছেন এবং এটিকে বাধ্যতামূলক করার পক্ষে বক্তব্য দিচ্ছেন। তার এসব বক্তব্য নারী বিদ্বেষী ও আপত্তিকর বলে অভিযোগ ওঠে।

একটি ভিডিওতে দেখা যায়, তিনি হিন্দু সম্প্রদায়ের দুই নারীর পোশাক নিয়ে কটূক্তি করেন এবং তাদের হিজাব পরার পরামর্শ দেন, যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেইউ ইনসাইডার নামে একটি ফেসবুক পেজে জানানো হয়, খালিদ মাহমুদ হৃদয় খান নিয়মিত স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow