নারীমুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Nov 2, 2024 - 21:14
 0  3
নারীমুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা 

নারীমুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ  মাগুরা জেলা শাখার উদ্যোগে ২নভেম্বর সকাল ১১টায় ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস ও মাগুরা ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সুদীপ্তা জামান।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় ভালো ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন,সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা,নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস,যুক্তি ও আপন প্রত্যয় নিমার্ণের লক্ষ্যে আজীবন বেগম রোকেয়া সংগ্রাম করেছেন--লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন,সংগঠন গড়ে তুলেছেন।১৮৮০ সালের ৯ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে এক রক্ষণশীল মুসলিম পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন এবং১৯৩২ সালের ৯ডিসেম্বর তাঁর কর্মময় জীবনের অবসান ঘটে। সে সময় মেয়েদের লেখাপড়া ছিলো সামাজিক ভাবে নিষিদ্ধ ও পাপতুল্য।অশিক্ষার অভিশাপ ও পুরুষতন্ত্রের অবরোধ প্রথার মধ্যেই তিনি বড় হন। ভাই ইব্রাহিম সাবের ও বড় বোন করিমুন্নেসার কাছ থেকে কিছু বাংলা ও ইংরেজি শিখেছিলেন। সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন রোকেয়া মোমের আলোয় পড়ালেখা করতেন। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে ও ২৯ বছর বয়সে বিধবা হন তিনি। বেগম রোকেয়া বুঝেছিলেন সমাজে নারীর অবস্থান কতটা নিগৃহীত এবং এর বিরুদ্ধে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাই স্বামীর মৃত্যুর পর ১৯০৯ সালে ভাগলপুরে নিজ বাড়িতেই ৫ জন ছাত্রীকে নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন,এজন্য স্বামীর আত্মীয়স্বজন ও সমাজের নানা অংশের মানুষের কাছ থেকে লাঞ্ছনা-গঞ্জনা ও আঘাত সহ্য করতে হয়। ১৯৩২ সালে কলকাতায় মাত্র ৫২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।বেগম রোকেয়ার সংগ্রামী জীবন ও কর্ম নারীর মর্যাদা ও অধিকার আদায়ের লড়াইয়ে আজও প্রেরণার উৎস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow