নাসিরনগরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাশকতা মামলায় উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া-(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভলাকুট গ্রামের ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনু মিয়ার ছেলে। রুবেল মিয়ার মা হেনা বেগম ও বড় ভাই জুয়েল মিয়াও ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। রুবেল নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, রুবেল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






