নিখোঁজের ৪৩  ঘন্টা পর কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের লাশ

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
Dec 26, 2024 - 14:09
Dec 26, 2024 - 14:10
 0  4
নিখোঁজের ৪৩  ঘন্টা পর কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের লাশ

অবশেষে  নিখোঁজের ৪৩ ঘন্টা পর রাঙ্গামাটি কাপ্তাইয়ে সীতাঘাট মন্দির সংলগ্ন   কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিখোঁজ  দুই পর্যটকের লাশ। তাঁরা হলেন চট্টগ্রাম মহানগর এলাকার 

সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলেশাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ।  শাওন   রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।    প্রিয়ন্ত দাশ হলো  শাওনের খালাতো ভাই। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  সকাল সাড়ে ৭ টার দিকে নিখোঁজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলো বলে জানান ৯ নং শিলছড়ি  ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার এবং ঐ এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু। 

ইউপি সদস্য মো: সরোয়ার জানান,  আজকে সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠলো বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮ টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ ২ টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে। 

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান,  গত মঙ্গলবার( ২৪ ডিসেম্বর)   দুপুর দেরটা দিকে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিঁখোজ হন, ঠিক সেই জায়গায় কয়েক সেকেন্ড এর ব্যবধানে  লাশ ২ টি ভেসে উঠে। 

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লীডার কাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী হতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন। 

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

এর আগে  রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন  কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই  পর্যটক নিখোঁজ হন।গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায়  এ ঘটনা ঘটে।

এদিকে  নিখোঁজ এর সন্ধানে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সহায়তায়  কাপ্তাই ফায়ার সার্ভিস এবং কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও গত বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা যাই নাই। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow