নিরাপত্তাকর্মীদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিল কুবি ছাত্রশিবির

কুবি প্রতিনিধিঃ
Apr 1, 2025 - 17:58
 0  3
নিরাপত্তাকর্মীদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিল কুবি ছাত্রশিবির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (৩১ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে প্রশাসনিক ভবন, অনুষদসমূহ এবং পাঁচটি হলের নিরাপত্তার দায়িত্বে থাকা ২৫ জন আনসার ও নিরাপত্তাকর্মীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

কুবি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী জানান, তাদের সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, "ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা ভাইদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের দায়বদ্ধতার অংশ। আমরা চাই, এই ক্ষুদ্র প্রয়াস সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক।"

তিনি আরও বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব। আমাদের এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বাড়বে বলে আশা করি।"

উল্লেখ্য, ঈদের দিন যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও প্রহরীরা দায়িত্ব পালন করছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে কুবি ছাত্রশিবিরের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow