নির্মাণ শেষে কাজে লাগেনি সেতু, নেই সংযোগ সড়ক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 23, 2025 - 16:48
 0  3
নির্মাণ শেষে কাজে লাগেনি সেতু, নেই সংযোগ সড়ক

চরম দুর্ভোগের মাঝে বছরের পর বছর ধরে চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের অন্তত ৬ থেকে ৭ হাজার মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পরও এই জনপদে কাঙ্ক্ষিত উন্নয়ন অনেক দূরের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শংকরপুর গ্রামে বিস্তৃত ফসলের মাঠের মাঝে নির্মাণ করা হয়েছে একটি সেতু, যার দুই পাশে সংযোগ রাস্তা নেই। ফলে এলাকাবাসীকে এখন অপ্রত্যাশিত পথ বেছে চলাচল করতে হচ্ছে। তারা পায়ে হেঁটে, বাইসাইকেল, মোটরসাইকেল বা চার্জারভ্যানে করে সেতুর দিকে যাতায়াত করছেন। তবে, একমাত্র রাস্তা হিসেবে বিলের ভেতরের আধা ভাঙা পথই এখন একমাত্র অবলম্বন।

জানা গেছে, ২৪ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৭৪৬ টাকা। তবে, এলজিইডি কর্তৃপক্ষ সেতুটি নির্মাণ করলেও প্রয়োজনীয় সংযোগ রাস্তার ব্যবস্থা করেনি, যার কারণে সেতুর সুফল পাচ্ছেন না স্থানীয় জনগণ। স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতু তাদের নওগাঁর নিয়ামতপুর ও রাজশাহীর তানোর উপজেলার সঙ্গে সহজ যাতায়াতের একমাত্র মাধ্যম হতে পারত। কিন্তু রাস্তা না থাকায় জনগণের একমাত্র এই সেতু কার্যকর নয়।

এলাকার মানুষের আশা, কর্তৃপক্ষ দ্রুত সেতুর দুই পাশে সংযোগ রাস্তার ব্যবস্থা করবে, যাতে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow