নিহত আসিফের জন্য সদরপুর কলেজ মসজিদে দু'আ মাহফিল অনুষ্ঠিত

নুরুল ইসলাম,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
Jan 23, 2025 - 21:57
 0  4
নিহত আসিফের জন্য সদরপুর কলেজ মসজিদে দু'আ মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেল সংঘর্ষে নিহত মুস্তাফিজুর আহমেদ আসিফ খানের রূহের মাগফিরাত কামনায় দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব সদরপুর উপজেলা ছাত্রদলের মোহাম্মদ তুষার মাহমুদের পক্ষ থেকে সদরপুর সরকারি কলেজ মসজিদে এ দুআ মাহফিলের আয়োজন করা হয়। দুআ পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। 

এসময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের হৃদয়, সদরপুর কলেজ ছাত্রদলের শাহিন মোল্লা, উপজেলা ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী ছাত্রনেতা সোহান বয়াতি, রাফি খান, আলি হোসাইন, আনিস মাতুব্বর, রাতুল খান, সালাউদ্দিন আহম্মেদ সহ অন্যরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি আবু হুরাইরা (রা:) জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আসিফ খাঁন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র হিসেবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

জানা যায়, নিহত আসিফ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি সদরপুর সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্য এবং বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সদরপুর উপজেলার সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow