নীলটুলীর গোল্ডেন প্লাজায় চুরি সংঘঠিত
ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র নিলটুলি স্বর্ণপট্টীতে অবস্থিত গোল্ডেন প্লাজার জনৈক কাজল দাস এর বাসায় সোমবার রাতে চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে গোল্ডেন প্লাজার বাসিন্দা কাজল দাস একজন ফার্মেসী ব্যবসায়ী। তিনি মিনূকা মণ্ডল স্বর্ণপট্টি গোল্ডেন প্লাজার তৃতীয়তলার ভাড়াটিয়া । প্রতিদিনের ন্যায় তিনি দোকানে থাকা অবস্থায়, তাহার পরিবার কালীপূজা দেওয়ার উদ্দেশ্যে পূজা মন্ডপে যায়, এই সুযোগে রাত আনুমানিক ৯টা থেকে ১১ মধ্যে যেকোনো সময় কে বা কাহারা তার তৃতীয় তলার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরের আলমারি এবং আসবাবপত্র তছনছ করে। আলমারি থেকে ৪ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও সিআইডি ক্রাইম সিন টিম ঘটনাস্থলে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
What's Your Reaction?