নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইসহ চারজন

নীলফামারী জেলা প্রতিনিধি
Aug 2, 2024 - 18:53
 0  5
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইসহ চারজন

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইসহ চারজনের। শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের ধরেয়ারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজারে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড় এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা উক্ত স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
অপরদিকে নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন। নিহত ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি মাঝাপাড়া গ্রামের নুরল হকের ছেলে আনারুল ইসলাম (৪০) ও জলঢাকা উপজেলার দক্ষিণ চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম মতি (৪৫)।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে একটি মাইক্রোবাসযোগে কিছু যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ারবাজার নামকস্থানে রংপুরমুখী মাইক্রোবাস ও অপর দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে চারজন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ হাসপাতালে পৌছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow