নেছারাবাদে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
Mar 19, 2025 - 16:46
 0  2
নেছারাবাদে প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা অভিযোগ করেন যে, রাজিবুল হক শানু অতীত সরকারে ঘনিষ্ঠতা রেখে বিচারকার্যে দুর্নীতি, সরকারি ঘর বরাদ্দের নামে ঘুষ গ্রহণ, অবৈধ জমি দখল, স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। বক্তারা দাবি জানান, তার অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দ্রুত তাকে অপসারণ ও বিচারের আওতায় আনা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. জাহিদ হোসেন, সুটিয়াকাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অলিউল্লাহ তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি সোহাগ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিদুল ইসলাম সাগর, উপজেলা যুবদল নেতা সালেহ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া, মানববন্ধনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে মিয়ারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহানারা হাসপাতালের সামনে এসে শেষ হয়। বিক্ষুব্ধ জনতা প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় জনগণের এ প্রতিবাদ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবি তুলে ধরেছে। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের উচিত জনগণের দাবির প্রতি দৃষ্টি রাখা এবং সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow