নোয়াখালীতে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 16, 2025 - 18:00
 0  40
নোয়াখালীতে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহ (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, গত সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর শনিবার (১৫ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, নির্যাতিত গৃহবধূর স্বামী দুবাই প্রবাসী। তিনি তার এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকতেন। বিভিন্ন সময় শ্বশুর আহসান উল্যাহ পুত্রবধূকে কুরুচিপূর্ণ কথা ও অনৈতিক প্রস্তাব দিতেন। বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানালেও তারা গুরুত্ব দেননি।

সোমবার (১১ মার্চ) রাত ১০টার দিকে ভুক্তভোগী প্রতিদিনের মতো সন্তানকে নিয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। সেহরির আগে শ্বশুর কৌশলে তার ঘরে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। চিৎকার করলে শ্বশুর তার মুখ চেপে ধরে দ্রুত সরে যায়। পরে গৃহবধূ তার স্বামী ও শাশুড়িকে বিষয়টি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতকে আদালতে হাজির করা হয়েছে এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজের সকল স্তরের সচেতনতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow