নোয়াখালীতে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত
নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষার্থে সরজমিনে পরিদর্শন করেন।
রবিবার বিকাল সাড়ে চারটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু হয় হিন্দুধর্ম রীতি অনুযায়ী, প্রতি বছরের নেয় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এ উৎসব আয়োজিত হয়ে থাকে। এ দিনে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা মোহারানী ত্রিমূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে আনা হয়। এরপর তিনজনকেই আলাদা আলাদা ভাবে সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্ন পূর্বক রথ টানা হয়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। রথযাত্রা উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উৎসব হিন্দু ধর্মাবলম্বীসহ সকলের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও সম্প্রীতি বয়ে আনুক।
রথযাত্রা উৎসব উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম এর পক্ষ হতে হিন্দু ধর্মাবলম্বীদের আইনশৃঙ্খলা রক্ষার্থে সরজমিনে রথযাত্রা উৎসব পরিদর্শন করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিযয়া সেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) স্মোহাম্মদ ইব্রাহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজীব পিপিএম-বার, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, র্যাব কর্মকর্তা সহ অসংখ্য পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?