নোয়াখালীতে টিম অব ভলেন্টিয়ার এর উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীরা পাচ্ছে চিকিৎসার সহযোগীতা

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি
Jun 22, 2024 - 19:52
 0  7
নোয়াখালীতে টিম অব ভলেন্টিয়ার এর উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীরা পাচ্ছে চিকিৎসার সহযোগীতা
"আর নয় থ্যালাসেমিয়ার বিস্তার, প্রতিরোধই হোক তারূণ্যের অঙ্গীকার"এ প্রতিপাদ্য কে সামনে রেখে টিম অব ভলেন্টিয়ার কতৃক আয়োজিত Thalassaemia Patient & parent's Meetup Program 2024 অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২২ জুন) সকালে “পার্ক হোটেল" অডিটোরিয়ামে সঞ্চালনা রনি শীল রূপকের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা ডাঃ সৈয়দ আজিম এর সভাপতিত্বে 
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক(স্বাচিপ) নোয়াখালীর সভাপতি  ডা: ফজলে এলাহী খাঁন ( এনাম),বিশেষ অতিথি -শামীমা নাসরীন, মোঃ দেলোয়ার হোসেন, অসীম রায় নয়ন, মোঃ আব্দুল  মতিন চৌধুরী সহ প্রমুখ। 
এসময় ১৫ জন থ্যালাসেমিয়া রোগীর পরিবারকে ৬ মাসে ব্লাড ইকুমেন্ট তুলে দেন অতিথিরা
ভবিষ্যতে  সকল শতাধিক থ্যালাসেমিয়া রোগীদের স্বাস্থ্য কার্ড করার নিশ্চিত করবেন বলেন জানান উক্ত সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক দুর্জয় ভৌমিক, তিনি  টিম অব ভলেন্টিয়ার কে নিয়ে সেবা মূলক কাজ করছেন এবং করে যাবেন বলে আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow