নোয়াখালীতে নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 12, 2025 - 21:05
 0  4
নোয়াখালীতে নারী-শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়—এসএইচবিও, ড্রিম লাইট অব হেল্প সেন্টার, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক ব্লাড ফাউন্ডেশন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার, প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যাণ সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি এবং এবি ব্লাড অর্গানাইজেশন।

এসময় বক্তব্য রাখেন—এসএইচবিওর পরিচালক ফাহিদা সুলতানা, ফেরারি নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টি.আই সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এখন মহামারির রূপ নিয়েছে। ঘরে-বাইরে কোথাও নারীরা নিরাপদ নয়। হিজাব-বোরকা পরেও তারা নিগ্রহের শিকার হচ্ছে। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

তারা আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে শুধু কঠোর শাস্তি নয়, সচেতনতা বৃদ্ধিও জরুরি। তাই স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow