নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন নুরুল আমিনসহ চার দিনমজুর। সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। বেলা পৌনে ১১টার দিকে গাছ কাটার সময় বজ্রপাত হলে তিনজন দৌঁড়ে নিরাপদে সরে যান। তবে নুরুল আমিনের হাতে করাত থাকায় তিনি পালাতে পারেননি। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় নুরুল আমিনের হাতের যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রহমান মঞ্জুর বলেন, “বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাইজদীতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত কয়েক দিনের প্রচণ্ড তাপদাহের পর সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে। তবে মাঠের পাকা বোরো ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
What's Your Reaction?






