নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা

নোয়াখালীর মাইজদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দলটির এক পক্ষ আয়োজিত মানববন্ধনে অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে।
আহতদের মধ্যে রয়েছেন—সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি কামাল উদ্দিন (৫৫), যুবদল কর্মী রাকিব জিয়া (২৭), স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মিয়া (২৬), যুবদল নেতা মো. শরীফ (৩৫) এবং সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ (৩৮)।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. মো. শাহজাহান, মো. কামাল উদ্দিন, জাকির হোসেন, মো. রায়হান ও ভুট্ট মাঝি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের বড় ভাই আবদুল্যাহ মিয়া স্থানীয় বিএনপির উপদেষ্টা হলেও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগঘনিষ্ঠ রাজনীতি করে আসছেন। তাঁরা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর তিনি তাঁর অনুসারী সন্ত্রাসী বাহিনী দিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ৩০ একরের বেশি জমি ও খামার দখল করে রেখেছেন এবং চাঁদাবাজিসহ নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
এই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে আবদুল্যাহ মিয়ার অনুসারী যুবদল নেতা আকাশ বাধা দিলে উপস্থিত জনতা তাঁকে প্রতিহত করে। এরপর আকাশ তাঁর সমর্থকদের ডেকে এনে পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে মানববন্ধনকারীদের চারজনসহ অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষ থামাতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আবুল খায়ের আকাশ বলেন, “মানববন্ধনকারীরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করেছে।”
অপরদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ মিয়া বলেন, “একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে অপপ্রচার চালাচ্ছে। আমি কখনো কারও জমি দখল বা খারাপ আচরণ করিনি।”
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






