নোয়াখালীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে হুইলচেয়ার ও চিকিৎসা সেবা
যত্নের ছায়া ছড়ায় মায়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে লায়ন্স ক্লাব অব চট্টগ্রামে রোজভ্যালির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
শনিবার (২৮শে ডিসেম্বর) দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের চার হাজার মানুষ এই চিকিৎসা ও শিক্ষা উপকরণ সহায়তা পান। এ সময় অতিথিরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষা সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার সময় লায়ন্স ক্লাবের কাউন্সিলিং চেয়ারপারসন ফারহানা বক্স, চিকিৎসক এম এ হালিম পাটোয়ারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?